ইতিবাচক
(সনেট)
ইতিবাচক চিন্তনে খুলে ভাগ্য দ্বার!
ভয়ঙ্কর জাদুশক্তি সাফল্যের তরে,
অন্য তুল্যে অগ্রে পৌঁছে বাস্তব শিখরে;
বিত্ত বিভব সম্মান উপায় পাবার।
সুচিন্তায় ভিত্তি গড়ে প্রেম প্রীতি নীড়
জাগ্রত বিবেক শক্তি জয়ে ঝান্ডা উড়ে,
হিতকর অনুধ্যানে মস্তিষ্ক প্রসার;
ইচ্ছা শক্তি জাদু বলে সার্থকতা ভেড়ে।
যেমতি চিন্তন জাগে তেমতি অর্জন,
চিন্তা ধারা কর্মরূপে পতিত দর্পণে ;
অভ্যাসের দাস কর্মে চরিত্র নির্মাণ!
নেতিবাচক চিন্তনে পিছু তারে টানে।
ভাগ্য চাকা ঘোরে তার সুচিন্তা জাগ্রতে;
ইতিবাচক ধারণা—ফল পারে দিতে।
রচনাঃ ১৩ আগস্ট, ২০২৪।