এতেকাফ
(গীতিকবিতা)
এতেকাফে বয়ে চলে রহমতের জোয়ার,
মসজিদে মুমিন অতিথি ইবাদতে দিনভর।
পৃথিবীর মায়া ছিন্ন করে
আরেক ভুবনে রয়েছেন পড়ে
এতেকাফে রচিত হয় বাঁধন আল্লাহ্ ও বান্দার।।
শবে কদরের সৌভাগ্য কল্যাণ
সব ইবাদতের উপায় অর্জন
রোজার শেষ দশদিন আত্মিক প্রশান্তি চিন্তার।।
হৃদয়ের পূত পবিত্রতা
গভীর ধ্যানের বিশুদ্ধতা
এতেকাফে রচে কল্যাণ মুক্তি আখেরাতের।।
রচনাঃ০৮/০৪/২০২৪