তুমি এসো হে গুণী এ ভুবন মন্দিরে
নব নব রূপে আলোকে ভরে।
পরশমণি হয়ে এসো বারে বারে
নিবিড় আঁধারে এসো প্রভাকরে।।
সমুখে শান্তি পারাবারে
তোমারই প্রতীক্ষা আগমনে
নিভু নিভু দীপ জ্বালো সব প্রাণে
মরণের সীমানা থেকে বাঁচাও ফিরে।।
অঝোরধারা ভেঙ্গে শ্রাবণ বরিষণে
এসো বাঙালি হৃদয় কোণে
তোমা বিনে বাংলা কাঁদে অঝোরে
প্রাণমন ক্ষণিকে জাগে গানের সুরে।।
নিশীথে পাই তোমায় দেখিবারে
আছো মিশে সাহিত্য গগন জুড়ে
প্রণাম লহো গো আজি এ লগনে
তবু যদি এসো এ ভয়ার্ত ঘনঘোরে।।
রচনাঃ০৪ আগস্ট, ২০১৯
[কবিগুরু স্মরণে।]