এসো গো
(গীতি কবিতা)
সাঁই এসো গো—
এসো মোদের হৃদকন্দরে দিবানিশি চাই।
চেয়ে দেখো তোমার লাগি কাঁদছে যে সবাই গো দিব্যজ্ঞানী।।
আরাধনায় মগ্ন হয়ে
থাকো তুমি লুকাইয়ে
মোদের তরে কৃপা কি তব নাই গো হার্দ গুণী।।
সব কর্ম ছেড়ে দিয়ে
পথ পানে আছি চেয়ে
সে পথ সাজাই পুষ্প দিয়ে গো সুখ বর্ষণী।।
কাঁদি সবাই দিবানিশি
তুমি মোদের রবি শশী
তব কিরণ বিনে ঘোর আঁধার গো দিশা দানী।।
রচনা:০৬ ডিসেম্বর, ২০২৩