একজন পাঠকের প্রতি
আমি কে তা' নাই চিন্তন
লিখি গান শুনি গান।
রচি গল্প কাব্য কথন
পাঠ্যবই প্রবন্ধ লিখন।
সাহিত্যিক হয় কেমন!
এ বিষয়ে নাইকো জ্ঞান।
কাজের ফাঁকে সুযোগ যখন
তাইতো লিখি যেমন তেমন।
লিখে যাই জীবন যেমন
বইয়ের পাতায় হয় মুদ্রণ,
সময়ে সময়ে প্রকাশন
করবে বিচার পাঠকগণ।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৬ জুলাই, ২০২২
(একজন পাঠক মন্তব্য করেছেন " আপনার সাহিত্যিক হওয়া উচিৎ ছিল। " তার উত্তরে।)