এক বিকেলে
বিকেলে নদীতটে বয়ে শীতল সমীরণ
জলভরা সরিতে অস্তগামী রবি কিরণ,
তরল সোনা হয়ে হাসে ঝিলমিলে
বিজনে দাঁড়াই মুগ্ধ নয়ন সলিলে।
তটে তুলির পরশে সবুজে আলপনা
বিটপী ব্রততী জড়াজড়ি পরস্পরে আপনা,
চারিদিকে মৃদু আঁধার ঘনায়ে আসে
বিহগে ফেরে নীড়ে কূজন শাখে বসে।
ধীরে ধীরে নীল দিগন্ত আঁধারে ছায়,
আহা!সরিৎ কোলে কী শোভা শ্যামলিমা বাংলায়।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার
রচনাঃ ০৪ আগস্ট, ২০২৪