ঈদের খুশি
(গীতি কবিতা)

এলো রে ঈদের খুশি মোহাম্মদী তরে
ত্রিশ দিনের কঠোর সিয়ামের পরে।।
ঈদের বার্তা পেতে আসমানে  তাকায়
বাঁকা চাঁদ দেখে সবে শুকরিয়া জানায়,
ঈদ উৎসব উদযাপনে উঠে ফজরে।।

সকালবেলা মিষ্টি মুখে
ঈদের সালাত পড়তে সুখে
দলে দলে ঈদগাহে যায় নতুন বসন পরে।।

সবাই সালাতের আগে পরে  
কুশল বিনিময় করে পরস্পরে,
ছোট বড় নাই ভেদাভেদ
ধনী গরিব নাই কোনো খেদ
আলিঙ্গন আর মুসাহাবায় মুসলিম পরস্পরে।।

ফিরিনি পায়েস জর্দা পোলাও
যত পারো খুশিমনে খাও,
সবার দুয়ার খোলা এদিন
ধনী গরিব ফকির মিসকিন
খোলা মনে যাওয়া আসা সবার ঘরে ঘরে।।

    রচনাঃ ৩০ মার্চ,২০২৫।