দাদাভাই-৩৩
(ইদ আনন্দ)

ঢাকা থেকে  মীরাব সাহেব
ফিরে  শেকড়  টানে,
গ্রামের বাড়ি সবার সাথে
কাটে ইদের দিনে।

নামাজ পড়তে ইদগাহে
চলে দাদার সনে,
স্বজনদের কাছে পেয়ে
ভাসে খুশির বানে।

কত শত কথা বলে
ভীষণ খুশি মনে,
পশু পাখির কাছে গিয়ে
বলছে কথা কানে।



   রচনাঃ২৩/০৪/২০২৩