—ইবাদতের বসন্তকাল—
বসন্ত আবহে ফোটে ফুল
সৌরভে অনুভবে ইবাদতে সজিব হয়ে,
সিয়াম বসন্তকাল ইবাদতের তরে
আল্লাহর প্রেমে মুমিন হৃদয়ে।
তাকওয়ার লক্ষ্য অর্জনে
দিনভর পানাহার বর্জনের মধ্য দিয়ে,
ইফতার তারাবি তেলওয়াত মাসজুড়ে
মাটিতে সিজদায় কপাল বিছিয়ে।
মানব অন্তরে তাকাওয়ার আলো জ্বালাতে
ইলাহি গুণ মানব মনে তোলে জাগিয়ে,
প্রবৃত্তির অন্যায় আশ্রয় থেকে
ব্যক্তিকে মুক্তি দিয়ে।
রচনাঃ০২/০৪/২০২৩