দূষণে প্রাণনাশ

তিন বর্ষ আয়ু হ্রাসে সমীর দূষণে;
এক অব্দে কোটি প্রাণ অকালে বিনাশ,
জীবাশ্ম জ্বালনি পোড়ে লোকে অহর্নিশ
তথ্য মিলায় এসব জ্ঞানী গবেষণে।
স্বাস্থ্যঝুঁকি মূল হেতু ডাকে সর্বনাশ;
নানারূপ ব্যাধি চেয়ে বেশি মৃত্যু হানে,
সূচকে উর্ধে সবের এশিয়ার দেশ–
ভয়ঙ্কর চিত্র আঁকে সবচেয়ে চীনে।

শূন্য সূচকে দূষণ কখনো সম্ভবে;
আয়ুষ্কাল এক বর্ষ পেতে পারে ফিরে,
জ্বলানির নবায়নে দমন এসবে–
ধূমপান হতে ইহা বেশি ক্ষতিকরে।
মানব সৃষ্ট কারণে মৃত্যুদশা সবে;
সচেতনে পারে দিতে মুক্তি সব তরে।

  রচনাঃ০৭/০৩/২০২০