কার্বন নির্গমে বেশি শিল্প তুঙ্গ দেশে;
ক্ষয়িষ্ণু ওজোন স্তর ঝুঁকিতে জীবন,
সুস্থতা তরে হুমকি বিঘ্নকর বাসে;
বর্জ্যে মেশানো বারিধি পানীয় দূষণ।
শ্বাসযন্ত্র ব্যাধিগ্রস্ত দূষণের গ্যাসে;
ভেক্টর অণুজীবতে ঘটে সংক্রমণ,
বৈশ্বিক উষ্ণতা বেড়ে জীব প্রাণ নাশে;
পরিবর্ত জলবায়ু সকল কারণ।
রক্ষার্থে বৈরি প্রভাব উদ্যোগ মানবে-
মিলিত প্রচেষ্টা বিনে গতি নাহি আর,
নিষ্পত্তি একক শক্তি! সাধ্য আছে কার?
চরম দুর্ভোগ জ্বালা সহ্য নারে ভবে।
গড়ে সবুজ ধরিত্রী প্রাণে বাঁচিবার;
বিটপী রোপণ লাগি অগ্রসরে সবে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১০/৬/২০১৯,ঢাকা।