'আকাশে শান্তির নীড়'-শুনি আপ্ত বাণী;
উড়ে চলি ডানা মেলে রাজধানী পানে,
সহসা ঢেউ তান্ডব প্রচন্ড ঝাঁকুনি;
ওষ্ঠাগত প্রাণ সবে ভয়ার্ত গগনে।
শঙ্কিল অবতরণে- একি বাণী শুনি!
চলেছি পরপারে? দূরত্ব হাতখানে!
ঢাকা'র নভ থেকে ভূমে পড়ি এক্ষুণি!
তেল নাহি,চাটগাঁ পথে অবতরণে।
শরৎ বাবুর ঢেউ সম্রাট দোলায়--
দোলায়িত ছন্দে নয়;মুমূর্ষু বন্দরে
সকলি।ওষুধ-পথ্যহীনে চট্টলায়,
ক্ষণিক আগে মৃত্যু দুয়ার থেকে ফিরে।
বাদল জটাজালে শঙ্কা মম হৃদয়;
অলীক নহে - দেখি যেন স্বপনঘোরে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৮ এপ্রিল,২০১৮