দু'জনার তরে
(গীতি কবিতা )

স্বপন ঘোরে হেরি ক্ষণতরে
কে আসলো মম  আগারে।
হাত বাড়িয়ে ডাকে মোরে
মুক্তো হাসি তার অধরে।।

হৃদয় মাঝে দোলায় স্মৃতি
ভেসে ওঠে মধুর মূরতি
রূপের আলোয় ছড়ায় দ্যুতি
কী আনন্দ ললিত রাতি,
তনুমনে উর্মী দোলে নীলাম্বরে।।

তার জাদু পরশ লাগে হরষ
অতল সুখ জাগে নিমেষ
নিবিড় যামে ঘন বরষ
জড়ায়ে বুকে সে কী দরশ,
আমার এই প্রীতি নীড়ে।।

এমনি ভাবে নিতি আলয়
এসো গো মম ভালোবাসায়
বাঁধবো নীড় সকল আশায়
রেখো সদা তোমার হিয়ায়,
স্বর্গ সুখ রচি দু'জনার তরে।।

   রচনা:২৮ অক্টোবর, ২০২৪।