আতপত্র রূপ তোমা দাও ছায়া শিরে;
এ সুন্দর মহী হেরি আজি তোমা দানে,
আগলে রাখ সবই রোদ বর্ষা ঝড়ে;
স্নেহের পরশ দিলে প্রতি ক্ষণে ক্ষণে।
শির স্বেদ পায়ে ফেলো অপত্যের তরে;
নিঃস্বার্থে অন্ন যোগান কষ্ট-ক্লিষ্ট প্রাণে,
নির্ভর প্রতিক রূপ এ বসুধা নীড়ে;
মহাদ্রুম ছায়াময় অপত্য জীবনে।
ধরিত্রী যশস্বীগণ হন ভক্তি বলে;
বিন্দুমাত্র দুখ জ্বালা তোমা তরে নহে,
নির্ভার বৃদ্ধ জীবন কাম্য সদা রহে;
অসুস্থে সেবিতে চাই প্রতি পলে পলে।
বৃদ্ধাশ্রমে কেহ দিলে স্রষ্টা নাহি সহে;
অপরাধে করো ক্ষমা যেও সব ভুলে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৬/৬/২০১৯,রবিবার।
(বাবা দিবসে)