ধরিত্রীর স্বর্গ

প্রাচুর্য স্বর্গীয় সুখ দৃশ্যমান নয়,
মা!এক দৃঢ় বন্ধন;সুখময় স্মৃতি!
তাঁর বিহনে মহীতে স্বর্গ রচা নয়,
জন্মদাত্রী যেন এক প্রগাঢ় প্রশান্তি।
শেষ অবধি নিঃশ্বাস অপত্য রক্ষায়
নাড়িছেঁড়া ধন বলে নাইকো অস্বস্তি,
অমৃত লভি মায়ের আঁচলের ছায়;
আগলে শীতল ছায় দিয়ে যায় তৃপ্তি।

প্রিয় মুখ যেন তাঁর স্নেহ চিহ্ন বহে
ধরাতে কেমনে রই জননী বিহনে!
পরশে কাটে জীবন প্রতি ক্ষণে ক্ষণে,
কেউ কি আছে এমন সদা কষ্ট সহে?
বেহেশত সুখ পাই আঁচলের তলে;
বিয়োগ ব্যথায় ভাসি নিত্য আঁখি জলে।

রচনাঃ ১১মে,২০২৪।