ধরিত্রী দিধা হও

শিক্ষক দিয়েছেন বাড়ির পাঠ
তোমার জীবনের লক্ষ্য কী?
বই ঘেটে রচনা পড়ি
ডাক্তার ইঞ্জিনিয়ার হবো বইকি।

কোনো বইয়ে রচে লেখক
ছড়িয়ে কথার ফুল ঝুড়ি,
দেশ তরে মহৎ সেবা ইচ্ছে
সুযোগ পেলে পায়াভারী।

শিক্ষক হওয়ার স্বপ্ন কথা
লিখে না তার লক্ষ্য,
নিয়তির দোষে শিক্ষক হয়
হারিয়ে পথের কক্ষ।

ওস্তাদের কদর কাব্যমালা
রচেন কবি নেওয়াজ,
বেঁচে থাকলে উল্টো লিখতেন
অধুনা কালের রেওয়াজ।

যার কোনো গতি নেই
পেশায় তিঁনি শিক্ষক,
চাকুরে ব্যবসায়ী সমাজপতি
তাঁর চেয়ে ঢের দীক্ষক।

দোষ গুণ মিলে শিক্ষক
মানুষ গড়ার কারিগর,
কান ধরে ওঠবস করায়
ছাত্র করে তার বিচার!

শপথ পড়ায় নিজ শিষ্য
ভালো হওয়ার তরে,
ধরিত্রী দিধা করো ভূ
এখুনি যাই মরে।

সীতানাথ বসাক প্রণীত
আদর্শ লিপি বাণী,
আজ অসার মূল্যহীন ভুল
এক কল্প কাহিনি।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ ০৫ অক্টোবর, ২০২৪।
   (বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে।)