দ্বেষের জলধি
বুদ্ধিবৃত্তি প্রাণি হেতু মনুষ্য উপাধি,
জাতি ধর্ম গোত্র বর্ণে বিভাজিত জনে;
সকলি ধমনী বহে রাঙা রক্ত নিধি,
তনু রূপ শুভ্র কৃষ্ণ ভিতরে সমানে।
সভ্যের মূর্তির নিচে দ্বেষের জলধি;
শ্যম গ্রীবা পিষ্টে শ্বেতে জীবন হননে!
সভ্য দেশে নিত্য চলে অসভ্যের বিধি;
কৃষ্ণাঙ্গের প্রাণ নাশ স্বপ্নের মার্কিনে!
ভূমন্ডলে জীব-জন্তু সৃষ্টে মহীশ্বর,
কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ রূপ স্বীয় বলে নহে।
সৃষ্টিসেরা জীব মধ্যি দম্ভে ভরপুর;
নশ্বর অবনী পরে কিছু নাহি রহে,
মৃত্যু স্বাদ উভ তরে আছে কি নিস্তার?
অভিন্ন মৃত্তিকা জলে শ্বেত দেহ দহে।
——অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৩/০৬/২০২০
(উৎসর্গঃজর্জ ফ্লয়েডকে)