দেশে দেশে যুদ্ধ


শান্তির বলয়ে হানা হিংস্রক হায়েনা;
সভ্যতা বুকে নৃশংস ছুরিকা আঘাত,
ধ্বংস যজ্ঞ মৃত্যু বন্যা বাড়ে কালো হাত
রক্ত গঙ্গা বহে ভূমে এক দুর্মর বাসনা।

সহস্র বছর ধরে দামামা থামেনা
চাই প্রভুত্ব বিস্তার নাশ হলে জাত!
আণবিক বোমা হানে পতন রচনা,
শান্তির সূতিকা গৃহ অন্ধ আঁখিপাত!

দেশে দেশে শরণার্থী পলে পলে  বাড়ে,
লেলিহান শিখা জ্বলে বিরান আবাস
গৃহহারা নারী শিশু স্বজন বিনাশ!
কান্নার করুণ বাণী কারার শিবিরে।

বিশ্বের দশ দিগন্ত যুদ্ধ ময়দান!
প্রীতির পুণ্য বাঁধন রচবে কখন?

রচনাঃ২৮ এপ্রিল, ২০২৪।