আজি আগমনি সুর বাজে চারিদিকে
চন্ডীপাঠ মধ্যিদিয়ে দেবী আবাহন,
মহালয়া থেকে পূজোর দিন গণন
শব্দে কাঁপে পাড়াময় শঙ্খ উলু ঢাকে।
পুষ্প-মিষ্টি অর্ঘ্যে~ভরে দেবীর চরণ;
মহাদেবী স্তবনে জাগে মানবলোকে,
খুশির ঝর্ণাধারা বহে সার্বজনীন
গানেগানে পূজোর মেলা চলে পুলকে।
প্রস্তুতি পুরোদমে পূজো উদযাপনে;
নাহি ফুসরত কাজে মন্ডপে মন্ডপে
নিপুণ স্পর্শে প্রতিমা জাগে মাতৃরূপে,
প্রতীক্ষার ক্ষণ গোনা দেবীর বোধনে।
দশভুজে আবির্ভাবে অঞ্জলি সমীপে
সাঙ্গ মিলন মেলা বিজয়া সমাপনে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ৮/১০/২০১৮