দাও মহান
(গীতিকাব্য)

বাসনা পূরায়ে তৃষা মিটিয়ে
বারে বারে আমায় দাও হে মহান।

তোমা বিনে এই ভুবনে
কোথা যাই ছায়া নাই দিও থান।।

হৃদয় ভরিয়ে শাপ মুছিয়ে
আরো বেশি বেশি করে দাও প্রাণ।।

মম নয়নে শয়নে স্বপনে
প্রতি ক্ষণে ক্ষণে প্রভূ চাহি দরশন।।

সব মম ভুলে নিও তুমি তুলে
তব দ্বার খুলে প্রতি পলে পলে
বারে বারে করুণা করো মোরে দান।।

কলুষ পাথারে নিমজ্জন গভীরে
বেদনা ভরে নিবেদন তব তরে
লও টেনে তুলে  রেখ না গো জলে দাও ত্রাণ।।


   রচনাঃ২০/১২/২০১৯
   (পুণ্যভূমি সিলেট পথে।)