পাখি হয়ে উড়ি যেন নীলাভ গগনে
ডানা মেলে ভেসে চলি পুলকে সমীরে,
ঢাকা ছেড়ে স্নিগ্ধ প্রাতে বরিশাল পানে;
সাদা মেঘ শূন্যে দেখি নতুন শিহরে।
গোটা নিজভূম ভাসে একত্রে নয়নে;
সারি সারি ইমারত বদ্ধ বাক্সাকারে
আঁকাবাঁকা নদী হেরি রশির সমানে,
হঠাৎ ঝাঁকুনি খাই জাগি শঙ্কাভরে।

মেকি পাখি বনে উড়া যান্ত্রিক ডানায়
ধুলি ধূসর ধরিত্রী মুক্তি কিছুক্ষণ,
মুক্ত বিহগে দর্শন সমরূপ নয়
মনোহর পৃথ্বী শোভা অধরা নয়ন।
খাঁচা বন্দি খগপতি ডানা ঝাপটায়;
দেখিনু নয়ন মেলে আপন ভুবন।

----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
        রচনাঃ০২/০২/২০১৯