—দাম দিয়ে কেনা—
কোথায় পা ফেলি হায়!
তিরিশ লাখ যোদ্ধার রক্তস্রোত
অঝোরে বইছে শ্যামল মাটিতে,
সবুজ দূর্বাঘাস যেন লাল গোলাপের চাদর।
রক্তকণার পাপড়িরা বলছে— জেগে ওঠো বাঙালি!
মুক্ত পাখির মত ডানা মেলে উড়ো অসীম গগনে
মিলেমিশে গড়ো পিতার স্বপ্নের সোনার বাংলা।
মরণকে করেছি বরণ, হাসিমুখে— পিতার আদেশে
ফিরে আসার পথ নেই, শ্যামল মায়ের কোলে!
মায়ের আঁচল ঘেরা কোল আহা কতই ছায়াময়!
উদয়ের সূর্যরূপ পতাকাটি আঁকড়ে ধরো,
ষড়যন্ত্রের প্রেতাত্মারা এখনো ঘুরছে মুক্ত বাংলায়।
এরা বিষধর ফণা তুলে দাঁড়াতে চায় বারবার।
গভীর রাতে শুনি চিৎকার!
সারা গাঁও ভেসে দিগন্ত পেরিয়ে যায়।
এ চিৎকার দু'লাখ মা-বোনের
কান পেতে শুনি তাই।
বলছে যেন, হারিয়েছি নারীর শেষ সম্পদ
একটি মানচিত্র পাবার আশায়;
বিষে বিষে দগ্ধ হয়ে দিন-রাত।
বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে
শৃঙ্খল মুক্ত দীপ্ত পায়ে চলতে সকলের তরে।
রক্ত দিয়ে আঁকা বাংলার মানচিত্র
মায়ের সম্ভ্রমের দাম দিয়ে কেনা।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৬/০৩/২০২১