ডাকাতি পণ্য
দুধের শিশু—ছ'মাস বয়স তার,
কালচক্রে ডাকাতের মূল্যবান পণ্য!
অর্থ গহনার সাথে শিশুও এখন
ডাকাতের লুন্ঠিত মালামাল ;
আজিমপুরে ডাকাত চক্রের নতুন আচার!
এদের আবার মানবিকতা!
হাস্যকর কথা, তাই না?
তাই বুঝি, মায়ের কোল থেকে শিশু লুণ্ঠন!
ডাকাতির এমন নিষ্ঠুরতা অভিধানে আছে কি?
মানব সমাজে নানা প্রশ্ন ঘোরে,
বেঁচে থাকবে কি শিশুটি?
বাঁচলেও কোথা কোনখানে কী পরিচয়ে!
নিষ্পাপ শিশুর ভাবি জীবন নিয়ে প্রশ্ন
ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে,
প্রাণ নিয়ে শঙ্কার শেষ নেই!
ওই অবুঝ শিশু জানে না
কী তার জন্যে অপেক্ষা করছে,
ফিরবে কি মাতৃক্রোড়ে কোনদিন?
পিতা মাতার বুকের মানিক আদরের ধন।
কী রতন লুটেরা নিয়ে গেছে
আগুন দাউদাউ করে জ্বলে মাতা—পিতার বুকে!
টাকা-কড়ি অলংকার বুকের ধন থেকে নস্যি!
মানব জাতির পাপের ঝুড়ি দিন দিন বাড়ে ;
হে,স্রষ্টা তুমি হইও না এত নিঠুর!
রচনাঃ ১৬ অক্টোবর, ২০২৪।