ডাহুক ব্যথা
(রূপক কবিতা)
নদী তটে নল ঘাস
নিবিড় ঘন সবুজে আচ্ছন্ন
জেলে চলে নদীর পানে
পায়ে হেঁটে কাছ দিয়ে ।
সহসা চোখ যায় গহীনে
দু'টি ডাহুক বসে আছে নীড়ে
তাকে দেখে পায় ভয়
ঝোপের আড়ালে লুকায়।
ক'টা ডিম পড়ে রয়
দেখলো ফেরার পথে সেথায়
শান্তির নীড়ে ডাহুক জু'টি ;
স্ত্রী ডাহুক ডিমে তা দেয়।
ভোরের বেলা চলে জেলে পেশায়
খোঁজ নেই ডাহুক জু'টি
উন্মুক্ত ডিমগুলো রয় পড়ে
প্রবল ইচ্ছা জাগে তার মনে
কোথায় ডাহুক দু'টি!
ভয়ার্ত স্ত্রী ডাহুক ঘাসের ঝোপে
ঝিমুচ্ছে চোখ বুজে।
কৌতুহল তার,কি এমন হলো!
পুরুষ ডাহুক কোথায় গেলো?
খুঁজে পায় নদী তীরে ;
একটি ঈগল খুবলে খাচ্ছে!
খুব কষ্ট পেলো মনে
ব্যথায় ভরে যায় হৃদয়।
বাড়ি গিয়ে পুরনো বালতি আনে
উপরে সুরক্ষা দিয়ে
নীড় বসায় সযতনে।
ক'দিন পরে দেখলো জেলে
ক'টি বাচ্চা নিয়ে বসে আছে স্ত্রী ডাহুক
আনন্দ লাগে; ভিজে আঁখি জলে।
[ রচনাঃ ২৭ আগস্ট, ২০২৩। ঢাকা।]