এক অন্ধকার শক্তি গ্রাসে আচ্ছাদনে;
আস্ত সমাজ ধাবিত চরম নিষ্ঠুরে,
নৈতিকতা ক্ষয়ে ক্ষয়ে ধসে মার্গ পরে,
নিষ্ঠুরতা যত্রতত্র নানা উপখ্যানে।
কম্পিত সমাজ ভিত বর্বর শিকারে;
যৌনতার হিংস্র থাবা অগ্নি নাশে প্রাণে,
শিশু-ছাত্রী গৃহকর্মী কেউ কি নিস্তারে?
ধর্মজ্ঞানী পাপাচারে বিস্ময় জনমনে।
রক্তঋণে কেনা দেশে পাপীষ্ঠরা নাশে,
জানোয়ার জন্ম দায় কোন্ মাতৃ নিবে?
মাতৃসম ভগ্নীতুল্যে পশুত্বে সাঁড়াশে;
কম্পিত স্রষ্টা আরশ অধর্মে অশুভে।
বাজ পড়ে ঠাঁই হোক জাহান্নাম বাসে;
অসহ্য যন্ত্রণাভোগে দাহ অমানবে।
---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৪ এপ্রিল,২০১৯