দাদাভাই-৩৬
(দাদার ছবি)

মেলা থেকে  দাদার বই
কিনে আনে ঘরে
মেঝেতে দু'পা মেলে
পাঠে বসে পড়ে।

লেখক পাতায় ছবি দেখে
ডেকে ওঠে চিৎকারে
দাদা বলে দিচ্ছে ডাক
আঙুল চেপে ধরে।

দু'হাত দিয়ে বই নিয়ে
চুম্বন ছবির 'পরে
তাই দেখে সবে বলে
চিনলে কেমন করে।

রক্তে সব কথা বলে
শেখানো  কী দরকারে!
বিধাতার এমন খেলা
চলছে পৃথ্বী নীড়ে।

   রচনাঃ০৭মে,২০২৩