দাদাভাই -৩৪
(ডুবডুবি)
পুকুর জলে দাদার সাথে
ডুবডুবি খেলা করে,
ফূর্তিতে মাতে দু'জনে
কখনো ভাসে জলের পরে।
সাঁতার কেটে পুকুর পাড়ি
এপার-ওপার পারাপারে
জল নিয়ে মাতামাতি
ফোয়ারা হয়ে উপচে পড়ে।
হাঁসের দল ভাসে জলে
শক্ত করে একটা ধরে,
পাখা ঝাপটায় জল উথলে
হেসে ওঠে তারই তরে।
ঘন্টা ব্যাপী জলে খেলা
বাবা এসে দু'হাত ধরে,
উঠিয়ে তারে নিয়ে চলে
দাদাকে ডাকে প্রতিকারে।
রচনাঃ২৬/০৪/২০২৩