ছাগলকান্ড
কোরবানি আনন্দে ছেলে
কিনবে গোরু ছাগল,
কয়েক লাখে এক ছাগল লয়
লোকে বলে পাগল।
লাখ লাখ টাকায় আদুরে পুত্র
কিনে কোরবানি পশু,
বেরসিক সাংবাদিকগণে
বানায় তারে পাঁশু।
এত টাকার উৎস কোথা
প্রশ্ন সারা দেশে,
তাই দেখে দুদক বাবু
নড়েচড়ে বসে।
পাষন্ড পিতা বলে
এ আমার ছেলে নয়,
কাগজে পাতায় প্রতিদিন
সংবাদ মুদ্রণ হয়।
চাকরি করে এত বিত্ত বিভব
বাবা পেলেন কোথায়!
কেঁচো খুড়তে আস্তে আস্তে
কেউটে বেরিয়ে যায়।
নামীদামী গাড়ি বাড়ি
বিলাসী জীবন যাপন,
কাঁড়ি কাঁড়ি টাকায় চলে
অপত্য আর জায়াগণ।
নানা স্থানে সুরম্য প্রাসাদ
গড়েন আলাদিনের চেরাগে,
দিনে দিনে ধন সম্পদে
উঠেন তিনি নগে।
নানা এজেন্সি'র খোঁজা খুঁজি
উপায় না পায়,
চাকরি রেখে বাবা মতিউর
গা ঢাকা দেয়।
বাবার বিত্ত গিরি চূড়ে বসে
বিলাসী জীবন কন্যা,
দোষী পিতাকে হুংকার দিয়ে
সাজতে চায় অনন্যা!
ভোগের বেলায় প্রশ্ন নেই
বিপদে 'গনি মিয়া' দায়ী!
সুবিধা ভোগি স্বজনগণে বলে
'ছেড়ে দে, কেঁদে বাঁচি ভাই।'
রচনাঃ০১ জুলাই, ২০২৪