চেতনা'র হাট
(সনেট)

জ্ঞানের মিলন মেলা ভাবনার হাটে,
নতুন অনুসন্ধানে নিত্য পথ খুলে
জমে ত্রিবেণী সঙ্গমে পবিত্র শ্রীপটে
নব নব গ্রন্থরাজি বিচিত্রতা মেলে।
শতাব্দীর পঞ্চদশে শুরু ফ্রাঙ্কফুটে,
বাহাত্তরে এ বাংলায় ভাষা যোদ্ধা মূলে
জ্ঞানের পিয়াস চিত্ত দীপ্ত পথ বাটে
জন স্রোতে বান বহে সুসজ্জিত স্টলে।

চেতনার বহ্নিশিখা অমর একুশে,
গ্রন্থ বিকি কিনি হাট উদ্যানে চত্বরে
মুখরে প্রগতি মন প্রেমের বাজারে
এটা ওটা ঘেটে কিনে আনন্দ পরশে।
লেখক হাজিরে জাগে পুলক অঙ্গনে ;
শঙ্কা ক্ষণে দিতে ডুব এ সৃষ্ট  ভুবনে।

রচনা:২৭ ফেব্রুয়ারি ২০২৪
(বইমেলা উপলক্ষে)