চারিদিকে আশীবিষ
একদল অকৃতজ্ঞ চারিদিকে সাঁতার কাটে,
দিনদিন অসার কথিত সাঁতারের শব্দ পাই।
কূলের দিশা নাই।
তাপরও সাঁতরায় গন্তব্য হীন,ভিড়বে কোন্ বাটে!
নিজকে কখনো দেখে নেয়নি এরা।
আমি কে? কী ছিলাম,কোথা পেলাম!
জ্ঞান সারথি বন্ধু পরি!তোমাকে ভীষণ প্রয়োজন!
আজ সাথীহারা।
লেখার পাঠকও নেই ; উত্তম আলোচকহীন।
অসময়ে না ফেরার দেশে গিয়ে বেঁচে গেলে,
এখন বাঁদরের গলে মুক্তো হার দোলে।
নিত্য নষ্ট ভ্রষ্ট অযোগ্যদের যজ্ঞ দেখতে হয়।
নতুবা তোমাকেও ভ্রষ্টাচার সহ্য করতে হতো।
আশীবিষের লিকলিকে জিব দর্শন,
অভিজ্ঞতা নিয়ে যেতে পারোনি।
ওদের বিষাক্ত নিঃশ্বাসে বায়ু ভারি হয়;
নিত্য কদাচারে একটুও বিস্মিত নই।
এদের কাছে এর বেশি আশা করা যায়!
তাই দিনদিন অভিজ্ঞতার ঝুলি বাড়ছে!
ভাবি আমি তো থেকেও নেই।
রচনাঃ৪ আগস্ট, ২০২২