চপলা ছন্দে
(গীতি কবিতা)
মম লেখনি সহসা চলে আজি
কোন্ নতুন কাব্যের চপলা ছন্দে।
মোর দেহমন শিহরিত বসুধার হরষ স্পন্দে।।
কোন বীণার তান ভেসে আসে পদ্যের প্রতি ছত্রে।
মধুর সমীরে নৃত্যে বনান্ত
পুলকে অধীর সারা পত্রে।।
কোন্ তারুণ্য ঢেউ আসে
অশান্ত মোর কামনাঞ্চল প্রান্তে।
অবিরাম ছন্দ হিল্লোল বহে মম গাথার দিগন্তে।
কার চরণধূলি আশে দূর্বায় শিশির মুক্তা হাসে
বাধঁনহারা পবন ব্যাকুল কোন্ বীথিকা গন্ধে।।
রচনাঃ১৪/১১/২০১৯