চামচিকার লাথি
বিচিত্র ভুবন! চলে কত ছলা কলা
ফন্দি আঁটে সুযোগ আসে কোন্ বেলা!
গহন বনে শিকারির পাতা ফাঁদ
সেথায় শক্তিধর হাতির পড়ে পদ,
ফাঁদে পড়ে আশঙ্কায় তার প্রাণ!
বনের অন্য প্রাণিরা খুশিতে আটখান।
মশা এসে মজা লয় কামড়ে কামড়ে
বলে তব পদতলে পিষ্ট কতশত মশা মরে!
চামচিকা লাথি মারে পেয়েছি আজ তোরে;
ফেলেছো ধুলোয় চলার পথে বিটপী উপড়ে।
ভাবে হাতি, পড়লে ধরা মোগলের হাতে
খাওয়ার সুযোগ পেতাম অন্তত: এক সাথে।
শিকারি বেটা আসলো কোথা হতে!
সম্মান লুটায় ধুলোয় তুচ্ছ জীবের খোটা খেতে।
রচনাঃ২৩/৯/২০২৪