গগনভেদী চিৎকার চলন্ত বাসে;
অাবার কান্না ধ্বনি পৌঁছে শূন্যে-সমীরে।
দংশিত নারী শ্রমিক নর আশীবিষে;
যাত্রীসেবায় পশুবৃত্তি শ্রীরামপুরে।
বধির এ সমাজ পরিপূর্ণ কলুষে;
পামরে লালসা মেটায় যামিনীভরে।
সন্ত্রস্ত নারীকুল নিত্য সম্ভ্রম নাশে;
অশনি সংকেত দেয় সম অধিকারে।
রূপার রক্তের দাগ এখনো শুকায়নি
বিদ্রুপে হাসে - ধিক্ হে মানব সমাজ!
দেশে-দেশে একই কান্নার শব্দ শুনি;
মনুষত্ব মরে পশুত্বের নাহি লাজ।
মধুপুর বনে রূপার সে প্রতিধ্বনি;
ধামরাইয়ে বায়ুতে মিশে গেছে আজ।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১১ এপ্রিল,২০১৮