চায়ের পেয়ালায় তুফান

অলি গলি স্টলে ঠুন ঠুন শব্দ ভাসে
হেন কথা নাহি হয় সর্বজ্ঞরা বসে।
কামার কুমার তাঁতি কিষাণ
হোকনা বেকার অক্ষরহীন,
চায়ের পেয়ালায় তুফান ওঠায়
সুযোগ পেলে অলস ক্ষণ,
কোথায় কী ঘটছে কখন চলছে কথন নির্বিশেষে।
রাজনীতি আর আচার-বিচার
সব জান্তা শমশের,
চায়ের পেয়ালায় চুমুক দিয়ে
ভাবে আইনস্টাইন কবে কার!
দেশ চালাতে সিদ্ধ হস্ত এ এমন কী সে।
ক্রিকেট খেলায় জয়ী হওয়া
যেন ছেলের হাতের মোয়া,
দলে থাকলে দেখতো সবে
ছক্কাতে বল যেত খোয়া,
খেলা জানে না এসব দল খেলে দেশ-বিদেশে।
খেলোয়াড়দের  নাই বল
এরা খেলে ফুটবল,
পাইলে পেলে ম্যারাডোনা
করে ছাড়তাম তুলোধোনা
পেনাল্টিতে দিতাম গোল নাচতো সবে উল্লাসে।
বয় যদি ভোটের হাওয়া
লাগে কথার পালে,
চায়ের কাপে ঠুনঠুনি
সরব দলে দলে,
গণকগণ জমায় ভিড় যোগ বিয়োগ কষে।
পাড়া গাঁয়ের দোকানে দোকানে
জ্ঞানের হাট বসে,
চায়ের সাথে বিকিকিনি
জমজমাট কথার রসে,
মাঝেমধ্যে উল্টো-পাল্টায় তুচ্ছে জীবন নাশে।

  রচনাঃ১৪/০৬/২০২৪