বুদ্ধিজীবী হত্যা
( গীতি কবিতা)

ঘুমভাঙা প্রভাতে নিশিভাঙা গান
হেমন্তে হলুদমাখা ঝিরিঝিরি সমীরণ।

শিশির  সিক্ত ধানক্ষেতে  মৌ মৌ ঘ্রাণ
নিস্তব্ধ  নদী জল লোহিতের ঘোর,
বোঝার  সাধ্য নেই শুধু দেখা আঁখিতে—
চলেছে  যুদ্ধ ভীষণ দেশ মুক্তির,
অব-রুদ্ধ মেধাশক্তি  শঙ্কিত  জীবন।।

পৈশাচিক দল মেতে ওঠে হননে—
প্রগতির চেতনা লুপ্তে হিংস্র  থাবা,
দর্শনের দিশারী ধরে গুনে গুনে।
মুক্তির দু'দিন আগেও যায় কি ভাবা!
হানাদার দোসরগণে নেভায় আলোর দীপন।।

বাঙালির প্রাণপণ লড়াই বিজয়ের পথে;
ঠেকাতে আর নাহি পারে কোনোমতে,
গণহত্যার ঘৃণ্য শেষ চাল চালে বর্বর
নষ্ট কাজের চূড়ান্ত প্রকাশ জ্ঞানী  হত্যার,
ঘৃণিত ঘাতক দল এ মাটিরই কু-সন্তান।।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০৭/১২/২০২১