বৃক্ষ খুনের মামলা
যেমতি জীবের প্রাণ বৃক্ষের তেমন
এক বৃক্ষ এক প্রাণ শুনি আপ্ত কথা,
শিক্ষাগুরু শ্রেণি পাঠে কত যে পড়ান
প্রাণ আছে বলে তাই মৃত্যু রয় সেথা।
অন্তহীন কৌতুহল বিটপীর খুন!
স্কুল আঙিনায় ঘটে বিয়োগের ব্যথা,
হত্যা অভিযোগ আনে স্কুলের প্রধান;
পুলিশ হাজির হয় ঘটনার হেথা।
এমন দরদী মন মেলে কোথা আর!
জগদীশ বসু বাবু তোমায় প্রণাম;
বৃক্ষ প্রাণ কষ্ট আজি বুঝে ধরাধাম,
শিক্ষক দায়িত্ববোধ ঘুচায় আঁধার।
বৃক্ষ খুন মোকদ্দমা বিশ্বের বিস্ময়!
শোরগোল পড়ে যায়—মানবিকতায়।
রচনাঃ২৮/০৬/২০২১