বসুধার ব্যথা
চারিদিকে আশীবিষ ফণা তুলে রয়
কে নেবে মুক্ত নিঃশ্বাস?বিষাক্ত সমীরে!
সর্বত্র ধূলি ধূসর বেলা অবেলায়
বিটপীর মৃদু শ্বাস অতি অপ্রচুরে।
কোভিডে বদ্ধ জীবন কত প্রাণ যায়!
নিত্য ক্ষয়িষ্ণু ওজোন প্রলয়ের দ্বারে;
যুদ্ধে ধ্বংস যজ্ঞ চলে নিজ স্বার্থ তরে!
বিধাতার সৃষ্ট জীব কে তারে শেখায়?
ব্যথায় বসুধা কাঁদে অপ্রসন্ন মন,
মানব প্রলয় লীলা ঘটে বারম্বার;
অহর্নিশ প্রাণ নাশে নাহি কাটে ঘোর,
চৈতন্য উন্মেষ সবে হবে কোন্ ক্ষণ!
প্রত্যহ মরণ খেলা বহে দস্যুবেশে;
কুসংস্কার, জ্ঞানপাপী এক স্রোতে মিশে।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২০/০২/২০২২