আজি দখিনা সমীরণ বহে অঙ্গনে
পুষ্প পল্লবে উদ্দাম নৃত্য ডালে ডালে,
পিক ডাকা সুমধুর সুর বাজে প্রাণে;
কোন্ বার্তা আনে অলি উড়ে ফুলে ফুলে!
হৃদয় বীণায় তান নব শিহরণে;
বসন্ত হিল্লোল হেরি বাতায়ন খুলে,
স্বাদুত্য গন্ধ ভাসে ঋতুরাজ পবনে;
পাখির কাকলি~হরষে প্রকৃতি দোলে।
কালের চক্রে বসন্ত হাতছানি দেয়,
হিম আলস্যের অনুতাপ ভেঙ্গেচূড়ে;
পত্রঝরা বৃক্ষ ফিরে নব কিশলয়,
জীবন খাতার পাতা একে একে ঝরে।
নিঃসুখ সখা বিনে বসন্ত অধরায়;
পুষ্পরূপ জীবকাল ক্ষণকাল তরে।
---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃঢাকা-১৩/০২/২০১৯