—বর্ষ বিদায়—
তোমারি ভান্ডার হতে দিবা-যামে দিলে
এ জনমে তাই আর ফিরাবারে নহে,
প্রস্ফুটিত পুষ্প শোভা সেদিনে অতুলে
হারায় সৌরভ তার কান্তি নাহি রহে।
অক্ষয় মাধুর্যে ভরা ভেবেছিনু ভুলে
পাল্টে প্রকৃতির গতি নব বায়ু বহে,
বসুধার রীতি কলে যবনিকা চলে
দুঃখে লভেছি বদল জ্বালাতন সহে।
অমর আত্মার প্রীতি যাচি প্রতিদিনে
শুকায়ে তা কোন ক্ষণে নিঃশেষ সৌরভ,
মুছে ফেলি অভিমান অযথা গরব
অবনত চিত্তে আজি লভি এই জ্ঞানে।
বিদায় বেলা তোমারি যতটা সোহাগ;
ফিরিয়ে নাও আজিকে সব অনুরাগ।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৫/০৩/২০২১