বর্ষা রমণী
হঠাৎ আকাশে কালো মেঘের ভেলা
উড়িয়ে নিয়ে যায় সব জঞ্জাল—
মনের কোণে জমে থাকা ব্যথা,
রিম ঝিমিয়ে আগমন,মত্ত দাদুরি মেলা।
লাজুক মেয়ের মত ঘোমটা মুড়িয়ে নয়
হৈ হৈ জানান দিয়ে আপন হয়ে
থৈ থৈ জলে ভিজিয়ে পুরাণ স্মৃতি দুমড়ে মুচড়ে
হৃদয়ের গোপন দরজা খুলে বাদল হাওয়ায়।
বর্ষণ সাথে বয়ে চলে হৃদয়ের ব্যাকুলতা
বেড়িয়ে পড়ে প্রাণের আবেগ ফল্গুধারা
উদাস করে, নদে বান ডেকে পূর্ণ যৌবনায়
রুক্ষ্মতা থেকে বাঁচে প্রকৃতি আনে সজীবতা।
নারীর চিরন্তন রূপ — বর্ষা রমণী
অন্যেরা পুরুষের প্রতিচ্ছবি
রমণীয় বারিধারায় কবি মন নাচে
আকুল প্রিয়া তরে বিরহী রূপে, জাগে লেখনী।
রচনাঃ০৫/০৭/২০২১