বরিষায় দুখ
(গীতি কবিতা)
আজি নিঝুম এ নিশীথে
ঘন বারি ঝরে, নিদ নাহি চোখে—
কেড়ে বরিষায়।।
নিঃসীম গগন ফোঁড়ে গেছে যেন
কার অভিশাপে— সবই সিক্ত হয়।
কেন হৃদ উতলা নাহি সহে জ্বালা
সখী বিনে নিশীথ, কভু কাটে না যে হায়।।
শরতের এ ক্ষণে হাসে কাশ বনে
নীপের সুগন্ধ লুকায় কার সনে
হৃদয়ের মাঝে— করুণ বীণা বাজে
সবার অগোচরে, কেউ শুনতে না চায়।।
দুখের হৃদয় নয়নের বানে
কার অনাদরে ভাসে সারাক্ষণে
কেন এত দুঃখ অধরায় সুখ
সুখীজনে কাছে থাকুক অজানায়।।
রচনাঃ২৫/০৮/২০২০