বরিষ ধারা
(গীতি কবিতা)

আষারের টাপুর টুপুর নূপুর বেজে যায়
হায় প্রেয়সী যামিনী বরিষে উজাড়ি।
যে দিকে নয়ন মেলি সহচরী
শুধুই অঝোর ধারার বারি।।

মনে হয় ফেটেছে গগন
সাথে সুর নূপুর নিক্কণ
জানিনা এ কোন্ তানে গো মোহিনী
পরান হেথা যেতে চায় যে ছাড়ি।।

কী দশা মম হলো গো
রুনুঝুনু বরিষ অঝোরে,
বরিষে কী সুর ভাসালো গো
টিনের ওই চালার ওপরে।
অন্তরে বহে ঝড়ো বায়
ধরণী জলে ডুবে যায়
বাদলে কী ঘন বরষ সজনী রে
হৃদয় আর বাঁধিতে নারি।।


   রচনাঃ১৯/০৬/২০২১
    (পিতৃভিটা,ডালবুগঞ্জ)