--------------------------
হতবাক বিশ্ববাসী মূক ক্ষণতরে;
ভয়াবহ বৈরী রূপ মুসলিম দ্বেষে,
কলঙ্ক মাখে কিউই এই চরাচরে
মসজিদে উগ্রপন্থি তাজা প্রাণ নাশে।
প্রার্থনা নিমগ্নে বান্দা একাগ্রে নিবিড়ে
আকুতি জানাতে আসে সৃষ্টিকর্তা দাসে,
নিরাপত্তাহীনে মরে নিরাপদ ঘরে;
রক্ত নদী বহে হেথা ধর্মীয় বিদ্বেষে।

বর্বর আচরিগণে সভ্য জাতি নহে;
থিক্ ভদ্রতার বেশ লুটায় নির্মোক,
অশ্রুজলে মানবতা মুহ্যমানে শোক!
প্রতিবাদ ঢেউ জাগে বিশ্বতরে বহে।
বাঁধনে টানে স্ত্রী দীপ নিভায় ঘাতক;
প্রাণে বাঁচে টাইগার পিছু পড়ে রহে।

-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ১৬ মার্চ,২০১৯