—বন্দি ব্যথা—
  

নিশিদিন ঘিরে আছে দৃশ্যহীন বাঁধা
চিরন্তন রই বন্দি কারাগারে গাদা,
যতই চলি এড়ায়ে বিস্ময়ে নেহারি
ততই ধরে জড়ায়ে ছিন্ন করার নারি।

শুধু অকারণ সুখ মায়াহীনে ভরা
ধু-ধু মরু বুক মম নেই বারিধারা,
ডুবে রয়েছি আকণ্ঠ পঙ্কের সাগরে
তবে অন্তর তৃষিত জ্বালা বারে বারে।

বেঁধে রই অভিশপ্ত সৃজনে ঊষার
রোদে তপ্ত নাগপাশে বন্দি জালে ক্রূর,
মুক্তি মিথ্যার স্বপন শুধু মরীচিকা
শক্তি নাই ক্ষণতরে উধাও কণিকা।

মনে ভাবি এলো মুক্তি, নিমেষ বিস্ময়!
ক্ষণে স্রোতে যায় ভেসে ভুল আশা তয়।


    রচনাঃ০৯/৪/২০২১