—বন্দি শৈশব—
      

কারাগারে বন্দি শিশু মলিন শৈশব,
চার দেয়ালে জীবন না কাটে সময়;
অস্থিরতা সারাক্ষণ আলসে কাটায়,
বিষণ্ন আচার কারো বদল স্বভাব।
সুদূর দিগন্তে আঁখি খোলা জানালায়
ওখানে প্রশান্তি শত করে অনুভব,
ধূ-ধূ খেলার প্রান্তর মন উড়ে যায়
বন্ধু সাথে নাস্তা ভাগ ভুলে গেছে সব।

রীতিবদ্ধ আচরণ ভুলে কেউ কেউ,
অন্তর বিকাশ পথ রুদ্ধ দিনে দিনে
শিশুর শৈশব হানে করোনার ঢেউ,
আসন্ন যুগের ভার বইবে যে জনে।
বিদ্যাপীঠে পাঠ বন্ধ অনভ্যাসে হ্রাসে;
নয়নে কুয়াশা দেখা জ্ঞান জ্যোতি নাশে।
  

    রচনাঃ১৭/০৪/২০২১