বলিও তারে
(গীতি কবিতা)
যবে কাটে না যামিনী ঘরে
তাই নিরালায় বসি তব তীরে।।
বহমান স্রোতধারা যাও রে ফিরে
মম দুখ কথা বলিও তারে,
বিরহে প্রিয়া তার কাঁদে সকাতরে
বাজে না সুখ বাঁশি হৃদ মাঝারে।।
কলকল ধ্বনি সহে না নদী রে
সখা বিনে বিষিত করে মোরে,
বিহগে ললিত সুর লাগে বেসুরে
জেগে আছি তরণী কখন ঘাটে ভিড়ে।।
রচনাঃ৪ জুলাই, ২০২২