বই উৎসব
কনকনে শীত বহে পৌষ প্রাতঃক্ষণে;
ছোঁয়া তার নাহি লাগে কিশলয় গায়ে,
হিম কুয়াশা চাদর উবেছে কখনে-
উষ্ণ আনন্দ ছটায় যায় সব ছেয়ে।
কল-কাকলি মুখর সব শিক্ষাঙ্গনে
দারুণ উচ্ছ্বাস সবে নতুন বইয়ে,
বই উৎসবে মত্ত বর্ষ শুরু দিনে
গোটা দেশে বই গন্ধ ভেসে উড়ে বায়ে।
কড়ি বিনে হাতে বই প্রথম দিবসে!
মম স্মৃতি পাতা শুন্য নব অভিজ্ঞায়,
নতুন প্রজন্ম তরে শুভ কর্ম দেশে;
মহতী উপমা রচে জনক দুহিতায়।
কুঁড়ির পাপড়ি ফোটে উড়ছে আকাশে;
কোটি প্রাণ আঁখি মেলে রঙিন পাতায়।
রচনাঃ০১/০১/২০২০,ডালবুগঞ্জ।