—বন্ধুত্ব —
জীবন বিন্দুর গতিপথে বন্ধু খুব প্রয়োজন
বন্ধু বিনে অসম্পূর্ণ রয়ে যায় জীবন,
নশ্বর ভূলোকে সৃষ্ট অনেক সম্পর্কের বন্ধন;
তার মাঝে বন্ধু অন্যতম,বড়ই আপন।
ছোট্ট একটা শব্দ ব্যাপ্তি সীমাহীন!
অনেক গভীরতা, আস্থা ও বিশ্বাসের নির্ভরণ;
অকৃত্রিম ভালোবাসা কী মায়ার অচ্ছেদ্য বাঁধন!
যেখানে নেই কোনো স্বার্থের প্রলোভন,
বন্ধুত্বের দিনগুলো হয় হৃদয়ে লিখন;
আলোকচিত্রে বা এ্যালবামে যতনে রক্ষণ।
বন্ধু কভু দিনক্ষণ দেখে নাহি হয়
জীবন চলার পথে নানাজনে পরিচয়,
কারো সাথে সখ্যতা যখন এগিয়ে যায়
সুখে-দুঃখে সদা যাকে কাছে পায়
দু'টি মনে মিল হলে বন্ধুত্বে রূপ নেয়,
নির-অহংকার,ভালো-মন্দ লাগা আসে উপমায়।
ছেলে-মেয়ের বন্ধুত্ব হওয়া ভুল নয়,
সমাজ আঁখিতে দেখে প্রেমের আঙিনায়
যৌবন রাগে ঘটে তা-ও এই বসুধায়,
সব সম্পর্ক নাইবা মেপে দেখি একই পাল্লায়।
বন্ধুত্বের দিনগুলো— শৈশবের দুরন্তপনার
কৈশোরে স্কুল জীবনের উচ্ছলতার
যৌবনে কলেজে রঙিন চশমায় দেখার
ভার্সিটিতে পরিনত বয়সে স্বপনের,
জীবন সায়াহ্নে স্মৃতিতে বেদনার;
বয়সের ভারে ন্যুব্জ যখন সব অচেনার।
পড়ন্ত বেলায় দেখা সব রূপকথার কাব্য কথন;
বন্ধু! তোদের আজ অভাব বোধ করি ভীষণ।
রচনাঃ০১ জুলাই, ২০২৩