বিভ্রান্তে প্রকৃতি
ফোটে নীপ গ্রীষ্ম ক্ষণে নয় বর্ষা আশে;
বরিষ ধারার জল মাঠ ঘাট বাটে,
ফাগুনে প্রচন্ড শীত কখনো বরিষে—
শরৎ হেমন্ত যায় বরষার পেটে।
শুভ্র মেঘের আঁচল অকালে আকাশে;
দূর্বায় শিশির কণা নাহি রয় পটে,
আষাঢ়ে বর্ষা কোথা!চাষি কাঁদে চাষে;
দুর্যোগে আঘাত হানে ফসলের মাঠে।
গোলক ধাঁধায় পড়া ঋতু রঙ্গশালা—
গোলমেলে ষড়ঋতু খেসারতে লোক;
করুণ বিষণ্ণ মূর্তি সর্বনাশা ঝোঁক,
অযাচিত অহর্নিশে বদলের পালা।
দগ্ধ চিতাগ্নি শিখায় অমোঘ নিয়ম;
প্রকৃতি বিভ্রান্ত আজ আচারি নির্মম।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৮ আগস্ট, ২০২২