বিষাদে পুড়ে
(গীতিকবিতা)

ভোর সমীরণে কোন গোপনে
হৃদয় দোলে আনমনে।

শুভ্র মেঘের ভেলায় চড়ে
কে যায় রে ওই গগনে।।

কখনো হেরিনু তার প্রতিচ্ছবি
মনে মনে তাই শুধুই ভাবি,
নেবে কি আমায় হে সহচরী
বাসনা পূরাও না হও আত্মম্ভরি,
হরষে দোলায় হৃদয় মম দখিনা পবনে।।

উড়ে যায় শরতের নব নীলিমা
এলোকেশ সমীরে হেরি তরুণীমা,
প্রাত ক্ষণে কাননে ফুল তুলেছি
তব নৈবেদ্য আশে যতনে রেখেছি,
অপরশে মন মোর বিষাদে পুড়ে আগুনে।।


রচনাঃ ০৩ ডিসেম্বর, ২০২৪।